ম্যাচপ্রতি ১১২ কোটি চায় বিসিসিআই!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার স্বত্বের নতুন চুক্তি থেকে বিসিসিআই আশা করছে ম্যাচপ্রতি ১ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১১২ কোটি টাকা)।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) এই চাওয়া পূরণ হলে ম্যাচপ্রতি আয়ের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগকেও পেছনে ফেলবে।

আইপিএলের সবশেষ চুক্তিতে বিসিসিআই প্রতি ম্যাচে পেয়েছে ৯০ লাখ ডলার। নতুন চুক্তিতে সেটার ভিত্তিমূল্য ম্যাচ প্রতি ১ কোটি ২০ লাখ ডলারে উন্নীত করেছে বিসিসিআই।

স্টার ইন্ডিয়ার সঙ্গে ২০১৭ সালে করা সেই চুক্তিই আইপিএলকে বিশ্বের চতুর্থ দামি লিগে পরিণত করেছিল। তখন লিগটির সামনে ছিল কেবল ন্যাশনাল ফুটবল লিগ (রাগবি), ইংলিশ প্রিমিয়ার লিগ (ফুটবল), মেজর লিগ বেসবল (বেসবল)। নতুন চুক্তিতে প্রত্যাশা পূরণ হলে আইপিএল পেছনে ফেলবে প্রিমিয়ার লিগকেও।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সচিব জয় শাহ জানান, এনএফএলে ম্যাচপ্রতি সম্প্রচারকের খরচ হয় ১ কোটি ৭০ লাখ ডলার। এটা খেলাধুলার যেকোনো লিগের জন্য সর্বোচ্চ। ১ কোটি ১০ লাখ টাকা আয় নিয়ে এরপর আছে ইপিএল। এমবিএলের খরচও এর কাছাকাছিই। আর আমরা শেষ পাঁচ বছরের চক্রে প্রতি আইপিএল ম্যাচে ৯০ লাখ ডলার পেয়েছি। এবার প্রতি আইপিএল ম্যাচের জন্য বিসিসিআই ন্যূনতম ভিত্তি মূল্য নির্ধারণ করেছে ১ কোটি ২০ লাখ ডলার। তখন শুধু এনএফএলের পেছনে থাকব আমরা। বৈশ্বিক পরিমণ্ডলে এটা হবে ক্রিকেটের জন্য বড় এক লাফ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ