মোহাম্মদপুরে মিডলাইন বাসে আগুন, আটক ২

রাজধানীর মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহণ নামের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড রাহমানিয়া মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হাতেনাতে দুজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন- মো. শাহীন (২৪) ও আবু বকর (২২)।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আজিজুল হক জানান, মোহাম্মদপুর থানার বাস স্ট্যান্ডের ময়ূরভিলার সামনে মিডলাইন পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার সময় দুজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তারা পালানোর চেষ্টা করেছিল। আটক শাহীনের গ্রামের বাড়ী শরীয়তপুরের ভেদরগঞ্জে কিন্তু তিনি থাকেন আদাবরের মেহেদীবাগে। তার বাবার নাম হাসেম আলী।

অন্যদিকে আবু বকরের বাড়ী মেহেদীবাগে। তার গ্রামের বাড়ী দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভূষিরবন্দর এলাকায়। বাবার নাম আব্দুল আজিজ।

তিনি আরও জানান, তারা কেন বাসে আগুন দিয়েছে এবং কার নির্দেশে দিয়েছে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ