মেশিন লার্নিং ব্যবহারে উন্নত হলো ব্ল্যাক হোলের ছবি

ব্ল্যাক হোলের ছবি তুলনামূলক ভালোভাবে ফুটিয়ে তুলতে মেশিন লার্নিং পদ্ধতি ব্যবহার করেছেন গবেষকরা। ‘দ্য অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল লেটার্স’ প্রতিবেদনে উল্লেখ করা হয়, পৃথিবী থেকে পাঁচ কোটি ৩০ লাখ আলোকবর্ষ দূরের ‘মেসিয়ার ৮৭’ নামে পরিচিত ছায়াপথের কেন্দ্রে অবস্থিত ব্ল্যাক হোলের ছবিতে আলোর এক পাতলা বলয় ও এর কেন্দ্র ঘিরে থাকা পদার্থ দেখতে পাওয়ার যায় এ পদ্ধতি ব্যবহারের কারণে।

২০১৭ সালে এর মূল ছবিগুলো তোলা হয় ‘ইভেন্ট হরাইজন টেলিস্কোপ (ইএইচটি)’তে। এটি পৃথিবীর চারপাশে থাকা বিভিন্ন রেডিও টেলিস্কোপের এমন নেটওয়ার্ক, যা এমন এক ‘সুপার-ইমেজিং’ টুল হিসাবে কাজ করে যার আকার একটি গ্রহের সমান। মার্কিন রেডিও ‘এনপিএর’-এর ব্যাখ্যা অনুসারে, এর মূল ছবি দেখতে কিছুটা ‘ঝাপসা ডোনাট’-এর মতো। তবে, গবেষকরা ‘প্রিমো’ নামে এক নতুন পদ্ধতি ব্যবহার করে তুলনামূলক নির্ভুল ছবি পুনর্গঠনের চেষ্টা করেছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ