‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি

‘মেঘবালিকা’ দিয়ে আবারও দর্শক হৃদয় জয় করে নিয়েছে অপূর্ব-নিহা জুটি। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এই ঈদে মুক্তি পেয়েছে নাটকটি। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসাসহ মুক্তির ৩ দিনে ৪০ লাখের বেশি দর্শক দেখেছে নাটকটি। প্রেমের গল্প নিয়ে এই নাটকটি বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে।

‘মেঘবালিকা’ প্রকাশ হয়েছে ধূপছায়া এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর থেকেই তুমুল প্রশংসা মিলছে দর্শকদের পক্ষ থেকে। মুক্তির ৩ দিনে এটি দেখেছে ৪৬ লাখের বেশি দর্শক।

‘মেঘবালিকা’ নাটকের গল্পে দেখা যাচ্ছে প্রেম বিষয়ক ঘটনা। দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) চেয়ে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যান। সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ