মাহতাব হোসেন-আফতাব বেপারী: ঐক্যবদ্ধ থাকতে ঐক্যবদ্ধ রাখতে একে অপরের পরিপূরক

ডেস্ক রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের বর্তমান সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতার বেপারী শরীয়তপুরের ঐক্য ধরে রাখতে একে অপরের পরিপূরক। এই দুই নেতা ইতালির রাজধানী রোমে বহু বছর ধরেই পরস্পরের কাছাকাছি রয়েছেন। তারা দুজনেই বৃহত্তর ফরিদপুর তথা শরীয়তপুর বাসীদের ঐক্যবদ্ধ রাখতে, ঐক্যবদ্ধ থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শুধু সমাজ নীতি নয়-রাজনীতিতেও এই আফতাব বেপারীকে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের পাশে দেখা গেছে সব সময়। বিগত দিনে যে কোনো রাজনৈতিক সংকটে তারা দুজন ছিলেন একাট্টা। ঠিক বর্তমান সময়ের মতোই। কখনই তাদের মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসার কমতি দেখা যায়নি। বলা যায় “সুখে দুখে একসাথে” থাকার মত। কিন্তু শোনা যায়, এই দুই নেতার মধ্যেও যে সুদৃঢ় ঐক্য রয়েছে, তাতে কেউ কেউ ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। ইতালি প্রবাসী বিশেষ করে শরীয়তপুরের অধিবাসীরা মনে করেন, এই দুই নেতা ঐক্যবদ্ধ থাকলে এই সমাজ আরো সুন্দরভাবে গড়ে তুলতে ভূমিকা রাখতে পারবেন তারা। শুধু শরীয়তপুরবাসী নয়, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে এবং রাজনৈতিক ক্ষেত্রে দলীয় ফোরামেও তারা দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অসাধারণ দায়িত্ব পালন করতে পারবেন।
প্রবাসীরা দেখেছেন, সংকটময় মুহূর্তে যেমন তারা পরস্পরের কাছাকাছি ছিলেন তেমনি কোন সুসংবাদ অথবা আনন্দঘন পরিবেশেও দুই নেতাকে দেখেছেন একসাথে। তাই শরীয়তপুরের ঐক্য আরো মজবুত টেকসই করে গড়ে তুলতে তাদের দুজনের বিকল্প নেই। এছাড়াও মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকে সামাজিক বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশ সমিতি কিংবা দলীয় কর্মকান্ড ছাড়াও যেকোনো সামাজিক বিষয়গুলোতে এই দুই নেতার পদ চারণা রয়েছে সমান তালে। ইতালি প্রবাসী যে কোন বাংলাদেশীই তাদের নামের সাথে সুপরিচিত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ