মারিউপোলের জাদুঘর ‘খালি করে ফেলেছে’ রুশ সেনারা

ইউক্রেনের মারিউপোলের সিটি কাউন্সিল বৃহস্পতিবার টেলিগ্রামে জানিয়েছে, রুশ সেনারা মারিউপোল জাদুঘরের বেশিরভাগ দামি ও পুরনো নিদর্শন নিয়ে গেছে। এ সংখ্যাটা প্রায় ২ হাজার। খবর দ্য গার্ডিয়ানের।

মারিউপোল জাদুঘরের নিদর্শনগুলো তারা নিয়ে গেছে দোনেৎস্কে।

এ ব্যাপারে মারিউপোলের সিটি কাউন্সিল জানিয়েছে, রাশিস্টরা (রুশ সেনারা) মারিউপোল জাদুঘর থেকে এ চুরির বিষয়টি ও দোনেৎস্কে ২ হাজারের বেশি নিদর্শন নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এগুলো হলো আরখিপ কুইনদিজি এবং ইভান আইভাজাভস্কির আদি শিল্প নিদর্শন।

মারিউপোল সিটি কাউন্সিল আরও জানায় রুশ বাহিনী যেসব নিদর্শন নিয়ে গেছে তার মধ্যে রয়েছে প্রাচীন ও ইউনিক হাতে লেখা তোরাহ, ১৮১১ সালে ভেনেটিয়ান প্রিন্টিং হাউসের দ্য গোসপেল, মেডিলিয়ন আর্টের প্রায় ২০০টি মেডেল।

এদিকে সিটি কাউন্সিল জানিয়েছে, তারা নিরাপত্তা বাহিনীর কাছে অভিযোগ জানাবে এবং ইন্টারপোলের কাছে বিষয়টি অবহিত করবে।

মারিউপোলের গণমাধ্যমগুলো জানিয়েছে, দখলদার রাশিয়ানরা স্থানীয় লোর জাদুঘর এবং কুইন্দিজি আর্ট মিউজিয়ামের সব দামি জিনিস নিয়ে গেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, ইউক্রেনফর্ম.নেট

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ