বগুড়ায় মাকে গালিগালাজের প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশী কাঠমিস্ত্রি জেলহক হোসেনের বাটালের আঘাতে জিন্নাহ প্রামাণিক (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার সন্ধ্যায় সদর উপজেলার বড় কুমিড়া দক্ষিণপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে নিহতের মা জোলেখা বেগম সোমবার সদর থানায় জেলহক হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ জেলহকের মা আসামি জোবেদা বেওয়াকে গ্রেফতার করেছে।
পুলিশ, এজাহার সূত্র ও স্থানীয়রা জানান, নিহত জিন্নাহ প্রামাণিক বগুড়া সদর উপজেলার বড় কুমিড়া দক্ষিণপাড়ার খোরশেদ প্রামাণিকের ছেলে। তারা বাবা ও ছেলে চট্টগ্রামে দর্জির কাজ করেন। গত ১৬ জুলাই তুচ্ছ বিষয় নিয়ে জিন্নাহর মা জোলেখা বেগমের সঙ্গে প্রতিবেশী মৃত আবুল খায়েরের ছেলে জিলহক হোসেনের বাগবিতণ্ডা হয়। জিন্নাহ প্রামাণিক ২২ জুলাই রাতে চট্টগ্রাম থেকে বাড়িতে ফেরেন। তিনি পরদিন রোববার সন্ধ্যার দিকে জিলহকের বাড়িতে গিয়ে তার মাকে গালিগালাজের কারণ জানতে চেয়ে প্রতিবাদ করেন। তখন তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে কাঠমিস্ত্রি জেলহক হাতে থাকা বাটাল জিন্নাহর বুকে ঢুকিয়ে দিয়ে পালিয়ে পায়। স্থানীয়রা রক্তাক্ত ও অচেতন অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায়।
বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান, এ ব্যাপারে নিহতের মা জোলেখা বেগম শনিবার সকালে সদর থানায় জেলহক হোসেন, তার মা জোবেদা বেওয়া ও ভাই জুয়েলের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে মা জোবেদা বেওয়াকে গ্রেফতার করেছে।