মাইকোলাইভে রুশ হামলায় ৪০ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের দক্ষিণ-পূ্র্ব মাইকোলাইভে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সোমবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, রোববার ভিসুনস্ক গ্রামের কাছে ইউক্রেনের সামরিক সরঞ্জামও ধ্বংস করে দিয়েছেন রাশিয়ান সেনারা। বিভিন্ন এলাকায় ২৪টি সেনা কমান্ড পোস্ট ধ্বংস করা হয়েছে।

এছাড়া রোববার কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও নিশ্চিত করেছে মস্কো। তবে আবাসিক ভবনে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে মস্কো বলেছে, ওই হামলার লক্ষ্য ছিল আর্টেম অস্ত্র কারখানা।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত দিনে কমপক্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধের কারণে ইউক্রেনের প্রায় ৫০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ