মা হলেন মারিয়া নূর

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মারিয়া নূর মা হয়েছেন। শুক্রবার সকালে ছেলেসন্তানের মা হওয়ার খবর দিয়েছেন তিনি।

ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়েবন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। সে হিসাবে টানা ১১ বছরের সংসার জীবনে তাদের ঘর আলো করে এলো প্রথম সন্তান সায়হান।

১২ মে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মা হওয়ার খবরটি জানিয়েছেন মারিয়া নূর। সেখানে দেখা যাচ্ছে, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে ছোট্ট সায়হান। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘মে মাসের নিখুঁত একটি দিনে আমাদের পুত্র সায়হান জারিব পৃথিবীতে এসেছে। তার আগমনে আমরা ধন্য ও কৃতজ্ঞ। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

চলতি বছরের ২ জানুয়ারি রাতে ফেসবুকে স্বামীর সঙ্গে অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন মারিয়া নূর। তিনি লিখেছিলেন, ‘একটি অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। একজন মা হিসেবে উন্নীত হচ্ছি।’

এর আগে, গত বছরের শেষের দিকে অনির্দিষ্ট সময়ের জন্য মিডিয়া থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন মারিয়া নূর। মাতৃত্বকালীন ছুটি কাটাতে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মারিয়া ওয়েব দুনিয়ায় নিজের জাত চিনিয়েছেন।

মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ দিয়ে ভালো প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী হিসেবে। এর পর মাসুম শাহরিয়ারের নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’ এবং মেহেদি হাসান জনির ওয়েব ফিল্ম ‘হেরে যাবার গল্প’ দিয়েও অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

সর্বশেষ গত বছর ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ‘স্ট্রেট ড্রাইভ’ নামের শো সঞ্চালনা করেন মারিয়া নূর।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ