মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মরহুমা আইভি রহমানকে স্মরণ করলেন মিতা

ডেস্ক রিপোর্ট; বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতালি মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী নিগার সুলতানা মিতামহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহানসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী ঘৃণিত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানকেও স্মরণ করেছেন মিতা। দিবসটি উপলক্ষে মিসেস নিগার
সুলতানা মিতা বলেন, প্রবাসে বিশেষ করে ইতালিতে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নারীদের ঐক্যবদ্ধ করে দেশ সেবায় আমরা আত্মনিয়োগ করতে চাই। বলেন, ইউরোপের মধ্যে ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে যেমন শক্তিশালী, তেমনি তাদের নির্দেশনায় ইতালি মহিলা আওয়ামী লীগও ইউরোপের মধ্যে মুজিব আদর্শের একটি শক্তিশালী সংগঠন হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আর এজন্য তিনি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের নারীদের ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি দিবস টি উদযাপনে নারীদের সক্রিয় হবারও অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ