মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত করার দাবি ২১ মুসলিম দেশের

মিসরের নেতৃত্বাধীন ২১টি মুসলিম দেশের একটি গ্রুপ ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। এই গ্রুপটি ইসরায়েলের হামলার নিন্দা করেছে এবং জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমন ও ‘বাছবিচারহীনভাবে’ পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির প্রতি ইঙ্গিত করেছে, যদিও ইসরায়েল জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করেনি। ।

গ্রুপটি সতর্ক করেছে, সংঘাত আরও বাড়তে পারে এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে তারা। তারা পারমাণবিক অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের প্রতিও তাদের সমর্থন ব্যক্ত করেছে। এই অঞ্চলের সমস্ত দেশকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) যোগদানের আহ্বান জানিয়েছে।

স্বাক্ষরকারী দেশগুলো হলো: আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, মিসর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

 

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ