“ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি” ইতালির সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ভেনিস প্রতিনিধি:গত ৩ জুন শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে বৃহত্তর কুমিল্লার চাঁদপুরের কৃতি সন্তান ও ভেনিসের সফল ব্যবসায়ী বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির সর্বমোট ৯ সদস্যের সকলে উপস্থিত ছিলেন। সর্বসম্মতিতে সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্তগুলো হলো: ১. আগামী দুই দিনের মধ্যে বর্তমান বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের নিকট আনুষ্ঠানিকভাবে শর্তহীন সমন্বয়ের জন্য সংলাপ প্রস্তাব উত্থাপন করা,
২.চলমান সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সচেষ্ট থাকার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে বৃহত্তর কুমিল্লার ৩৪ টি উপজেলা থেকে সদস্য সংগ্রহ করা এবং ৩.বৃহত্তর কুমিল্লার তিন জেলা: কুমিল্লা,বি বাড়িয়া ও চাঁদপুর জেলার ভেনিসে বসবাসরত প্রবাসীদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা এবং ৪. সঠিক সময়ে চূড়ান্ত কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন প্রস্তুতি কমিটির কর্মসূচি চূড়ান্ত করা!
চলমান সংকট নিরসনে নতুন স্বঘোষিত আংশিক কমিটির সঙ্গে যোগাযোগ স্থাপনের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করা হয়,প্রথম থেকে প্রধান সমন্বয়কারী সদস্য মাকসুদ রহমানকে । তাকে সহযোগিতা করবেন দুইজন সদস্য মাহাবুবুর রহমান ও সোহাগ পাঠান।
সভায় উপস্থিত ৯ সদস্য হলেন:
বেলাল হোসেন,সফিক গাজী,নেয়ামেল চৌধুরী, মাহাবুবুর রহমান, মাকসুদ রহমান, সালাউদ্দিন মিয়া, আরিফ হোসেন, মোঃ সোহাগ পাঠান ও ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ