ইসমাইল হোসেন মনফালকনে প্রতিনিধি: ইতালির ভেনিস এবং আশপাশ অঞ্চলে বসবাসকারী প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার মেসত্রের একটি রেষ্টুরেন্টের মিলনায়তনে সকাল ন’টা থেকে ভোট গ্রহণ করা হয়। ভোটে যমুনা টিভি ও কালের কন্ঠ পত্রিকার ইতালি প্রতিনিধি জাকির হোসেন সুমন সভাপতিএবং
সাধারণ সম্পাদক পদে সাংবাদিক মোহাম্মদ উল্লাহ সোহেল বিজয়ী হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন,
সময় টেলিভিশনের প্রতিনিধি মাকসুদ রহমান ও আর টিভির ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান মোহাম্মদ।
অর্থসম্পাদক পদে একাত্তর টিভির সাবেক প্রতিনিধি জুম্মন অনিক বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।ভোটগ্রহণ শেষে প্রেসক্লাবের আহবায়ক পলাশ রহমান ফলাফল ঘোষনা করেন। এই প্রেসক্লাব গঠনকল্পে
পলাশ রহমানকে আহ্বায়ক, বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বলকে যুগ্ম আহ্বায়ক এবং এটিএন বাংলার ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেনকে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
