ব্যস্ত সড়কে বৈদ্যুতিক খুঁটি, ঘটছে দুর্ঘটনা

নরসিংদীতে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের একটি খুঁটি পথচারী ও যানবাহন চালকের কাছে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের ভাগদী পশ্চিম পাড়ার বেলদী সড়কের মাঝখানে থাকা এই খুঁটিটির জন্যে অহরহ ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে এ রাস্তাটিতে কোনো সড়ক বাতি না থাকায় রাতের অন্ধকারে গাড়ি চালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

নরসিংদীর নতুন বাসস্ট্যান্ড থেকে ঢাকা-সিলেট মহাসড়কে কম সময়ে সহজে পৌঁছাতে প্রতিদিন এই সড়কটি দিয়ে চলাচল করছে প্রাইভেটকার, ট্রাক, মোটরসাইকেল, ছোট বাসসহ অসংখ্য গাড়ি। এছাড়াও ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে যাতায়াতের তালিকায়।

রফিক মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘কয়েক বছর ধরে রাস্তার মধ্যে এ খুঁটিটি দাঁড়িয়ে রয়েছে। এখান দিয়ে মানুষকে ঝুঁকি নিয়ে চলাচল করে। এই সড়কে বিদ্যুতের খুঁটির কারণে যাতায়াতের সময় অনেক গাড়ি দুর্ঘটনায় পরে। কিন্তু এ বিষয়টি দেখার কেউ নেই। এ সম্পর্কে পল্লীবিদ্যুৎ অফিসকে একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

আল-আমিন নামে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে স্কুলের যাওয়ার সময় বলেন, ‘প্রতিদিন সকালে ছেলেকে মোটরসাইকেলে স্কুলে দিয়ে আসি। বিশ্বাস, করবেন কিনা জানি না এই খুঁটির সঙ্গে ধাক্কা লেগে আমি বাইক নিয়ে কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছি। ছেলেকে নিয়ে যাওয়ার সময়ও টেনশনে থাকি কোন সময় কি হয়ে যায় আবার।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে দুইটি গাড়ি বৈদুতিক খুঁটির মাঝখান দিয়ে যাওয়া আসা করে ঝুঁকি নিয়ে। রাতে তো এখানে কোনো লাইটও নেই। ফলে দুর্ঘটনা ঘটে বেশি।’

মিজানুর রহমান ও রাবেয়া খাতুন নামে স্থানীয় বাসিন্দা বলেন, রাস্তা হওয়ার পর প্রায় ৩ থেকে ৪ বছর ধরে বিদ্যুতের এই খুটিঁটি এভাবেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। এতে দিনে-রাতে বিভিন্ন সময় গাড়িচালক থেকে শুরু করে পথচারীরা দুর্ঘটনায় পড়ছেন। বারবার জানালেও পল্লী বিদ্যুৎ কর্তপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আমরা সড়কের মাঝখানে থাকা এই খুঁটিটির অপসরণ চাই।

এবিষয়ে জানতে নরসিংদীর পল্লী বিদ্যুৎ-২ অফিসে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ