ব্রাসেলস প্রতিনিধি: আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেলজিয়াম সফরকালে প্রবাসী বাংলাদেশীদের এক ভার্চুয়াল সভার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ইটালি আওয়ামীলীগ নেতারা।
এই ভার্চুয়াল সভায় ইটালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্ব ৩৫ সদস্যরা একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। ভার্চুয়াল সভায় যোগ দিয়ে
ইতালি আওয়ামীলীগ নেতারা মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেন এবং সভা শেষে দলীয় প্রধানের নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
এই প্রতিনিধির কাছে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও
সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন আমরা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সে নির্দেশনা পালন করব। তারা আরো বলেন, ইতালি আওয়ামীলীগ এখন ইউরোপের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল। এই দলের মর্যাদা রক্ষায় আমরা ইতালি
আওয়ামী লীগকে হাইব্রিড এবং দুর্নীতিবাজ মুক্ত করে গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এই প্রতিনিধি দলে হাদিউল ইসলাম হাদী,আবু তাহের,বাবু ঢালী, শেখ মামুন সোহেল বক্সীসহ অন্যান্যরা রয়েছেন।
আগামী কাল শুক্রবার তারা রোমে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সভা
শেষে ইতালি আওয়ামী লীগের ৩৫ সদস্যের প্রতিনিধি দল এক নৈশভোজে মিলিত হন।
