বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মাহফিল অনুষ্ঠিত

এটামিনহাজ হোসেন নগর সম্পাদক: মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজাদারদের সম্মানে প্রতি বছরের ন্যায় এবারও মঙ্গলবার ১৯ এপ্রিল বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর আয়োজনে The Atrium London এ এক মহতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্রাষ্টের সভাপতি আব্দুল করিম নাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন টিপুর পরিচালনায় ঔঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের কৃতি মুরুব্বি ইউ কে আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শামছ উদ্দিন খান, ইউ কে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান ফারুক ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, বাংলাদেশ হাইকমিশন লন্ডন এর ডেপুটি হাইকমিশনার, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ডিরেক্টর, আব্দুল মুনিম, জালালাবাদ এসোসিয়েশন ইউ কে র সভাপতি মুহিবুর রহমান মুহিব ও কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ,জালালাবাদ এসোসিয়েশন ইতালীর প্রতিষ্ঠাতা সভাপতি অলিউদ্দিন শামীম, এন আর বি প্রবাসী কল্যাণ এসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান, টাওয়ার হ্যামলেট এর নির্বাহী মেয়র John Gibson স্পিকার আহবাব উদ্দিন ও কাউন্সিলর বৃন্দ, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর ট্রাস্টী বৃন্দ সহ সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সবার প্রতি আহ্বান জানান। শেষে লন্ডনে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ