বিশ্বকাপের পর ঘরোয়া ক্রিকেটে খেলবেন না জ্যোতি

নারী ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় বসছে আট দলের এই আসর। এই টুর্নামেন্ট শেষে ঘরোয়া ক্রিকেট থেকে কিছুটা সময় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি জানান, টানা খেলার কারণে ওয়ার্কলোড বেড়ে গেছে। তাই বিশ্বকাপ শেষে বিশ্রাম নিয়ে নিজেকে আরও ফিট করার পরিকল্পনা করেছেন তিনি। জ্যোতির ভাষায়, ‘গত ছয় মাস ধরে নিয়মিত খেলছি। শরীরকে ম্যানেজ করা জরুরি। জাতীয় দলে থাকতে হলে শতভাগ ফিট থাকতে হবে। তাই বিরতির সিদ্ধান্ত নিয়েছি।’

তবে এই বিরতি আন্তর্জাতিক ক্রিকেটে নয়, শুধু ঘরোয়া লিগে। বিশেষ করে নারীদের এনসিএলে খেলবেন না বলে জানিয়েছেন তিনি। ‘এটা জাতীয় দল থেকে নয়, শুধু এনসিএল থেকে বিরতি। আমার জায়গায় অন্যরা খেলুক, ওটাই চাই। বিশ্বকাপ শেষে কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব’- যোগ করেন জ্যোতি।

এরই মধ্যে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী দলকে অনূর্ধ্ব–১৫ ছেলেদের বিপক্ষে খেলতে দেখা গেছে। তবে সেই সিরিজে সুবিধা করতে পারেনি মেয়েরা। প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেন, ‘প্রস্তুতি হয়তো আদর্শ হয়নি। তবে যেটুকু সুযোগ ছিল, আমরা কাজে লাগানোর চেষ্টা করেছি। কয়েকজন খেলোয়াড় বাইরে থেকে নেয়া হয়েছিল। তবুও স্বীকার করছি, আমরা প্রত্যাশামতো পারফর্ম করতে পারিনি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ