ডেস্ক রিপোর্ট: আজ ৮ ই মার্চ। বিশ্ব নারী দিবস। এই দিবসের প্রাক্কালে ইতালি প্রবাসী নারীর নেত্রী মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী নিগার সুলতানা মিতা ও সাবিকুন
নাহার রত্না ইটালীসহ বিশ্বের সকল নারীদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বিবৃতিতে তারা বলেছেন, বিশ্ব নারী দিবসে আজ আমাদের অঙ্গীকার
হোক নারীর অধিকার আদায় এবং নারী নির্যাতন বন্ধে প্রতিটি দেশ প্রয়োজনীয় ব্যবস্থা নিক। তারা ইতালি প্রবাসী
সকল নারীর প্রতি শুভেচ্ছাও জানান। বলেন, কর্মক্ষেত্রে নারীদের নানাভাবে মানসিক নির্যাতনের শিকার হতে হয়। আমরা দেশে দেশে এসব নির্যাতন বন্ধ করে নারীদের সম্মান বৃদ্ধির আহবান জানাচ্ছি।
