বাবরের ফিফটিতেও ম্লান পাকিস্তান

শুরু থেকে শেষ পর্যন্ত টিকে ছিলেন বাবর আজম। ৫৯ বলের দুর্দান্ত ইনিংসের ৭ চার ও ৩ ছক্কায় করেন ৮৭ রান। তবে ফিল সল্ট ঝড়ে ম্লাণ হয়ে গেল তার সেই ফিফটি। পাকিস্তানকে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড।

লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে বাবরের ৫৯ বলে ৮৭ রানে পাকিস্তান ৬ উইকেটে ১৬৯ রান তোলে। জবাবে সল্টের ৪১ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ৮৮ রানের ইনিংসে উড়ে যায় স্বাগতিকরা। তাতে ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। ছয় ম্যাচ সিরিজে এখন ৩-৩ সমতা।

সল্ট ফিফটি পেয়েছেন ১৯ বলে যা ইংল্যান্ডের হয়ে তৃতীয় দ্রুততম। তার সঙ্গে ২৬ রানে অপরাজিত থেকে সাজঘরে ফেরেন বেন ডাকেট। সাজঘরে ফেরেন অ্যালেক্স হেলস (২৭) ও ডেভিড মালান (২৬)। দুটি উইকেটই নিয়েছেন শাদাব খান।

এর আগে পাকিস্তানের হয়ে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাবর। মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়ে হারিসকে নামিয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্রামে থাকা মোহাম্মদ রিজওয়ানের স্থলে অভিষিক্ত হারিস ৭ রানের বেশি করতে পারেননি। শান মাসু্দও খুলতে পারেননি রানের খাতা।

বাবর ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত টিকে থেকে করেন ৮৭ রান। ৫৯ বলে সাজানো ইনিংসে ছিল ৭ চার ও ৩ ছক্কার মার। এ ইনিংস খেলার পথে রোহিত, কোহলি ও গাপটিলের পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার ক্লাবে নাম লিখান বাবর। এছাড়া রান পেয়েছেন হায়দার আলী (১৮) ও ইফতেখার আহমেদ (৩১)।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ