বাইডেনের সফরের পরই গাজায় ইসরাইলের রকেট হামলা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরের একদিন না পার হতেই গাজা উপত্যকায় রকেট হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একটি স্থাপনায় এ আগ্রাসন চালানো হয় বলে এপি’র খবরে বলা হয়েছে।

যুদ্ধবিমান নিয়ে গাজা উপত্যকায় হামলা চালিয়ে  হামাসের একটি ঘাটি গুড়িয়ে দেয় দখলদার বাহিনী। তবে, হতাহতের ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, রাতে দু’দফা রকেট নিক্ষেপ করে হামাস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামাসের চালানো হামলার জবাব দিতেই পাল্টা রকেট হামলা চালিয়েছে তারা।

ধ্বংসপ্রাপ্ত স্থাপনাটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো বলেও দাবি তাদের। তবে এ বিষয়ে এখনও হামাসের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, সকালে বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে গাজার মানুষের। দুইটি আলাদা স্থান লক্ষ্য করে এক ডজনের বেশি রকেট হামলা চালানো হয়।

এর আগে শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র এখনো ফিলিস্তিন এবং ইসরাইল আলাদা দুটি স্বাধীন দেশ নীতিকে সমর্থন করে।

তিনি আরও বলেন, ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা শুরু করার বিয়ষটি এখনো শেষ হয়ে যায়নি।

অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জানান, তারা দেখতে চান যুক্তরাষ্ট্র ইসরাইলের অবৈধ বসতি স্থাপন এবং তাদের হামলা বন্ধ করতে পদক্ষেপ নেবে, যেন ফিলিস্তিনিদের তাদের বাড়ি থেকে উচ্ছেদ না করা যায়।

মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শান্তি শুরু হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ