বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ ২১ জানুয়ারির মধ্যে

আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতা যেন কাটছেই না। নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও (আইসিসি) তাদের অবস্থানে কঠোর। গ্রুপ বা ভেন্যু বদলের দাবি নাকচ করে দিয়ে বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ‘আল্টিমেটাম’ দিয়েছে আইসিসি। আগামী ২১ জানুয়ারির মধ্যে বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার না করলে বিকল্প ভাববে সংস্থাটি।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ঢাকায় আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির দ্বিতীয় দফা বৈঠকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়। বৈঠকে বিসিবি নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে না গিয়ে সহ-আয়োজক শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব পুনর্ব্যক্ত করে। এমনকি ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের সঙ্গে স্থান অদলবদল করে বাংলাদেশকে অন্য গ্রুপে দেওয়ার অনুরোধও জানানো হয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, শেষ মুহূর্তে এসে টুর্নামেন্টের সূচি বা গ্রুপে কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। বাংলাদেশকে পূর্বনির্ধারিত ‘সি’ গ্রুপেই খেলতে হবে।

আইসিসি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ২১ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে বাংলাদেশ ভারত ভ্রমণে সম্মতি না দিলে, র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এই সংকটের শুরু মূলত আইপিএল ইস্যু কেন্দ্র করে। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়। এর জেরে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে আইসিসিকে চিঠি দেয়।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। সূচি অনুযায়ী, উদ্বোধনী দিনেই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার কথা বাংলাদেশের। এরপর একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে এবং শেষ ম্যাচে মুম্বাইতে নেপালের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। তবে ২১ জানুয়ারির সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে লাল-সবুজের বিশ্বকাপ ভাগ্য।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ