ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন
চুপ্পুকে ইতালি আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বৃহত্তর শরিয়তপুরের
অন্যতম নেতা আব্দুর রউফ ফকির ও বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি এবং বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আবতাফ বেপারী অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তারা প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার এই দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্তকেও স্বাগত জানান। এক বিবৃতিতে তারা বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এই সিদ্ধান্তকে দেশের
মানুষ স্বাগত জানিয়েছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় ইতালি প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকেও এই দুই নেতা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করে বলেন, দেশের যেকোনো সংকটে নতুন রাষ্ট্রপতি দায়িত্বশীল ভূমিকা পালন করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার যোগ্যতা রাখেন। তারা দুজন নতুন রাষ্ট্রপতি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
