বাংলাদেশি থাকলে বৈধ চ্যানেলে পাঠান, ভারতকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতে যদি বাংলাদেশের নাগরিক থেকে থাকে তাহলে তাদের বৈধ চ্যানেলে পাঠালে বাংলাদেশ তাদের গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদপরবর্তী সৌজন্য সাক্ষাৎ এবং কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ভারতের পুশইন চলছে- এ বিষয়ে কি পদক্ষেপ নিবেন জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন চলছে। এ বিষয়ে আমি বহুবার বলেছি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছি। একইসঙ্গে বাংলাদেশে অবস্থিত ভারতের হাইকমিশনার আমাদের অফিসে এসেছিল; তার সঙ্গেও কথা হয়েছে। তাকে আমরা বলেছি, আমাদের দেশের নাগরিক যদি ভারতে থেকে থাকে তাহলে প্রোপার চ্যানেলে তাদের পাঠালে আমরা নিব। কিন্তু তাদের জঙ্গলের ভিতর-নদীতে ফেলে যাওয়া কোনো সভ্য দেশের (আচরণ) হওয়া উচিত না।

উপদেষ্টা বলেন, আমরা অনুরোধ করছি, আমাদের যদি নাগরিক থাকে তাহলে তাদেরকে প্রোপার চ্যানেলে পাঠাও। আমরা তাদের নিয়ে নিব। এ বিষয়ে আমরা তাদেরকে বারবার বলে যাচ্ছি।

র‌্যাবের পোষাকে ছিনতাই কিভাবে হলো- জানতে চাইলে তিনি বলেন, র‌্যাবের পোষাক পরে যে ছিনতাই হয়েছে- সেটা নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করে যত তাড়াতাড়ি সম্ভব তাদের আইনের আওতায় আনার।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ