বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াট

প্রায় ৫৫ মাস বা সাড়ে চার বছরেরও বেশি সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। গত ৪ জুন ভুটানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে সহজ জয় পায় স্বাগতিকরা। তবে ওই ম্যাচে ঘটে বিশৃঙ্খলা। দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন স্টেডিয়ামে, এমনকি মাঠে ঢুকে পড়েন তিনজন সমর্থকও। এর পুনরাবৃত্তি ঠেকাতে ১০ জুন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করছে বাফুফে। হামজাদের সিঙ্গাপুর ম্যাচের নিরাপত্তায় থাকবে সোয়াট টিম।

সোমবার (৯ জুন) বেলা ১১টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিট।

বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, আজ (রোববার) স্টেডিয়ামের বিভিন্ন গেট ও ভেতরের অংশ পরিদর্শন করা হয়েছে। কাল সকাল ১১টায় সোয়াটের মহড়া রয়েছে। ডিএমপির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ভুটান ম্যাচের চেয়ে এবার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় আরও বেশি লোক থাকবে।

উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মঙ্গলবার সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ। ভুটান ম্যাচের মতো এই ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছে না হামজা-জামালরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ