বাংলা টিভির সাফল্য কামনায় স্বদেশ বিদেশ এর চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ থেকে সম্প্রচারিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি ৬ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে রোমে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বদেশ-বিদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মো: জসিম উদ্দিন ও তার সহধর্মিনী মোমেনা আক্তার নিলি। তাদেরকে ইতালি প্রবাসী মূলধারার সাংবাদিকরা ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
এই সময় বাংলা টিভির পঞ্চম বর্ষপূর্তি এবং ছয় বছরে পদার্পণ উপলক্ষে স্বদেশ-বিদেশ এর চেয়ারম্যান বলেন, বাংলা টিভি নানা অনুষ্ঠানের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে। বিপুল সংখ্যক দর্শকের ভালোবাসা পেয়েছে সৈয়দ সামাদুল হকের নেতৃত্বাধীন এই টেলিভিশন চ্যানেলটি। তিনি বলেন, বাংলা টিভি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস ‌ স্বদেশ-বিদেশ পত্রিকা বাংলা টিভিকে অভিনন্দন জানাচ্ছে।
সেই সাথে বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক, সাংবাদিক এবং কর্মকর্তা-কর্মচারীদের আজকের দিনে স্বাগত জানান তিনি। বলেন, বাংলা টিভি প্রবাসীদের সুখ দুঃখ নিয়ে আরো বেশি সংবাদ এবং অনুষ্ঠান প্রচার করবে। হাজী জসিম বাংলা টিভি সাফল্য কামনা করে বলেন, এই চ্যানেলটি বিশ্বজুড়ে বাংলাকে ছড়িয়ে দেবার ক্ষেত্রে আরো বেশি ভূমিকা রাখবে। তিনি বাংলা টিভির ইতালি ব্যুরোপ্রধান শাওন আহমেদ এবং রোম প্রতিনিধি হুমায়ুন কবিরকেও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ