ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিনে ইতালির আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, রোমের বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক এবং ইতালির জনপ্রিয় অনলাইন স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোহাম্মদ জসিম উদ্দিন শুভেচ্ছা জানিয়েছেন। এক বিশেষ সাক্ষাৎকার তিনি বলেছেন,
শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা আজকের বাংলাদেশ পেয়েছি-যা অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করছেন তারই সুযোগ্যা কন্যা
দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মদিনে তিনি সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে ধশক্তিশালী করে দেশকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হবে। হাজী মো: জসিম উদ্দিন বলেন,১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস হিসেবেও উদযাপিত হয়ে আসছে। আমরা এই দিনে বিশ্বে সকল শিশুর জন্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাই। প্রবাসে শিশুদের দেশীয় সংস্কৃতিতে গড়ে তোলার জন্য আমি প্রবাসী অভিভাবকদের প্রতিও অনুরোধ রাখছি। জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি জনাব জসিম আরো বলেন, এই সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে শিশুদের জন্য বিশেষ খেলাধুলার আয়োজন করে তাদেরকে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা হবে এবং জাতির জনকের প্রকৃত ইতিহাস তাদেরকে জানানো হবে। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনককে একটি ঘাতক চক্র নির্মমভাবে হত্যা করে। শুধু তাই নয় তার শিশু পুত্র শেখ রাসেলসহ পরিবারের সকলকেই হত্যা করা হয়। সৌভাগ্য গুনে বিদেশে অবস্থান করায় আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। সেই ঘাতক চক্রের বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে।
বঙ্গবন্ধুর জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং তার রুহের মাগফেরাত কামানার আহ্বান জানিয়েছেন এই আওয়ামীলীগ নেতা।
