ঢাকা অফিস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় লেখা অসমাপ্ত আত্মজীবনী ইতালীয় ভাষায় অনুবাদ করা হয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা এবং রোম সিটি কর্পোরেশনের সাবেক কনসুলতা হোসনে আরা বেগমের তত্ত্বাবধানে বইটি অনুবাদ করা হয়। প্রকাশিত এই বইটি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে তার হাতে তুলে দেন হোসনে আরা বেগম। এ সময় হোসনে আরা বেগমের স্বামী সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়াও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটি দেখে সন্তোষ প্রকাশ করেছেন।
