টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর বিকল হয়ে পড়ে থাকা ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপে অপর একটি পিকআপের ধাক্কায় একজন নিহত হয়েছেন।
নিহত রাসেল আহমেদ মুরগীবাহী পিকআপের চালক। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন।শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতু ৪০ নম্বর পিলারের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল জেলার মধুপুর উপজেলার কেন্দুয়া এলাকার আজিজ আহমেদের ছেলে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ সদস্যরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, শুক্রবার রাতে সেতুর ৪০ নম্বর পিলারের ওপর ঢাকাগামী মুরগীবাহী একটি পিকআপ নষ্ট হয়। পিকআপটি দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক। এসময় পেছন থেকে অপর আরেকটি পিকআপ ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান। আহত হন দুজন।
তিনি আরও জানান, লাশ ও দুর্ঘটনাকবলিত পিকআপ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবেও বলে জানান তিনি।