‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে প্রশ্ন তোলার অবকাশ নেই’

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আমি মনে করি যে পরিস্থিতি একদমই স্থিতিশীল আছে। শুধু যে অন্তর্বর্তী সরকার বলেছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে তা নয়, সব রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে ইলেকশনের পক্ষে তাদের কার্যক্রম শুরু করেছে। ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমরা মনে করছি না।

অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন করতে চাচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছে। আসলে ইনক্লুসিভ নির্বাচনের সংজ্ঞাটা আপনাদের কাছে কী? একটা বড় দল এখানে অংশ নিতে পারবে কি পারবে না সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন রয়েছে?— এক সাংবাদিকের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সরকার প্রথম থেকে বলেছে একটা স্বচ্ছ নির্বাচন, জনগণ যেই নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচনটা দিতে চায় এবং জনগণের অংশগ্রহণের পথে যাতে কোনো কিছু অন্তরায় না হয় সেজন্য সরকার নির্বাচন কমিশনকে যতভাবে সহায়তা দেওয়া যায় ততভাবে সহায়তা দেবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ