ফতুল্লায় ধলেশ্বরীতে ফেরি দুর্ঘটনা: ট্রাকসহ পানিতে ডুবল ৫ যান, নিহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পারাপারের সময় একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পানিতে পড়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নদীর মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মোটরসাইকেল আরোহী রফিক, রিকশাভ্যান চালক স্বাধীন ও প্রবাসী মাসুদ। নৌ-পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের নরসিংপুর এলাকা থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ফেরিটি ধলেশ্বরী নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছানোর পর হঠাৎ করে ফেরিতে থাকা একটি ট্রাক চালু হয়ে সামনের দিকে এগিয়ে যায়। এতে ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি নদীতে পড়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী পানিতে তলিয়ে যান।

বক্তাবলি নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, বক্তাবলীর পূর্বপাশের ঘাট থেকে ফেরিটি ছেড়ে আসে। মাঝনদীতে হঠাৎ করে ট্রাকটি চালু হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অন্যরা নিখোঁজ হন।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে পুনরায় তল্লাশি ও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজ শুরু হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ