পোল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উদযাপন

ইউরোপ প্রতনিধিঃপোল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে । দিনটি উদযাপন উপলক্ষে পোল্যান্ড আওয়ামীলীগের পক্ষ থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা
লায়লা হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সুইডেন আওয়ামীলীগের সহ সভাপতি মনজুরুল হাসান । পোল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুজিব আদর্শের নেতাকর্মীর উপস্থিতি ছিল এই অনুষ্ঠানে। আওয়ামী লীগ নেতা শেখ এরশাদুর রহমানের
সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরীফ আহমেদ, সিদ্দীকুর রহমান, শেখ তানভীর হোসাইন নান্নু, হামিদুল ইসলাম চোধুরী মুরাদ, গোলাম বায়েজিদ রবিন এবং নয়ন আহমেদ।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।
এছাড়াও আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে হলে আওয়ামীলীগের ভেতর ঐক্য খুবই গুরুত্বপূর্ণ। রূপকল্প ২০২১ ও ২০৪১ এবং ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠছে।
এছাড়া পোল্যান্ডে আওয়ামী পরিবারের শিশুদের অংশগ্রহণে ‘তোমার চোখে বাংলাদেশ’ এই শ্লোগানের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।শেষে বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে বাংলা নাচ ও গানে মেতে উঠেন সবাই। অনুষ্ঠানের শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ