পুলিশি অভিযানে যুক্ত হলো ‘বডি অন ক্যামেরা’

জয়পুরহাটে জেলা পুলিশের বিশেষ অভিযানে যুক্ত হলো অত্যাধুনিক ‘বডি অন ক্যামেরা’। এখন থেকে প্রকৃত অপরাধী শনাক্ত করে দ্রুত গ্রেফতার করার ক্ষেত্রে পুলিশ ও ট্রাফিক (পুলিশ) সদস্যরা শরীরে ব্যবহার করবেন এ বিশেষ গোপন ক্যামেরা।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স মাঠে প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হকের শরীরে অত্যাধুনিক এ গোপন ক্যামেরা সংযুক্ত করার মাধ্যমে ‘বডি অন ক্যামেরা’ ব্যবহার কাযক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাশফেকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) ইশতিয়াক আলম, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর জামিরুল ইসলাম, সদর থানার ওসি আলমগীর জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা জানান, বিভিন্ন অভিযানে পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করা হয়। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। এখন এ বিশেষ ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। এছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলা হয়। এ অত্যাধুনিক ক্যামেরা ব্যবহার করার ফলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ