পুতিনকে সীমান্তে সামরিক আইন জারি করতে বললেন চেচেন নেতা

ইউক্রেনে সম্প্রতি কয়েকটি অঞ্চলে যুদ্ধে হেরে গিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে রুশ বাহিনী।

এ অবস্থায় মস্কোকে সেখানে স্বল্প ক্ষমতার পরমাণু অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন চেচনিয়া অঞ্চলের প্রধান রমজান কাদিরভ। সেই সঙ্গে সীমান্তে সামরিক আইন জারি করতে বলেন। খবর রয়টার্সের।

এই চেচন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে শনিবার এক পোস্টে লেখেন, আমার মতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত, দ্রুত সীমান্ত এলাকায় সামরিক আইন জারি করা এবং স্বল্প ক্ষমতার পরমাণু অস্ত্রও ব্যবহার করা উচিত।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে রুশ বাহিনীর হেরে যাওয়া ও পিছু হটার খবর আসছে।

গত মাসে খারকিভের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়ার পর সর্বশেষ দেশটির পূর্বের লেইমান নগরীতে রুশ বাহিনীর হেরে যাওয়া যুদ্ধক্ষেত্রে তাদের বড় পরাজয় বলে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ