পুতিনকে যুদ্ধ থেকে ফিরে আসতে বললেন মোদি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থেকে ফিরে আসতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সমরকন্দে সাংহাই কো অপরাশেন অর্গানাইজেশনের বৈঠকে তিনি এ অনুরোধ করেছেন।

পুতিনের উদ্দেশে মোদি বলেছেন, এখন যুদ্ধের সময় নয়। এর মাধ্যমে তিনি রুশ প্রেসিডেন্টকে সাত মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধ থেকে ফিরে আসার প্রত্যক্ষ বার্তা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

 

মোদি বলেছেন, ‘আমি জানি, এই যুগ যুদ্ধের নয়। আমি এ ব্যাপারে টেলিফোনে আপনাকে বলেছিলাম।’

ভারতের প্রধানমন্ত্রী যখন এ কথা বলছিলেন তখন পুতিন তার ঠোঁট চেপে ধরে মোদির দিকে এক মুহূর্তের জন্য তাকিয়েছিলেন। এর তিনি নিচের দিকে তাকিয়ে মাথার পেছনের চুলে হাত দেন।

পরে পুতিন জানান, তিনি ইউক্রেন নিয়ে ভারতীয় নেতার উদ্বেগের বিষয়টি বোঝেন। কিন্তু সংঘাত অবসানের জন্য মস্কো সাধ্য অনুযায়ী সব কিছু করেছিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ