পাকিস্তানে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল।

উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খাট্টক এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি তৈরির সময় শনিবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়।

এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ