‘পাকিস্তানকে হারাতে স্পিনাররাই যথেষ্ট’

মেয়েদের ক্রিকেটে বাংলাদেশের মূল শক্তি স্পিন। সিলেটে এবারের নারী এশিয়া কাপে দাপট দেখাচ্ছেন সেই স্পিনাররাই। থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পেসার জাহানারা আলম মাত্র দুই ওভার বোলিং করেছেন। বাকি কাজ সেরেছেন স্পিনাররা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেও নিজেদের স্পিন শক্তিকে জেতার জন্য যথেষ্ট মনে করছেন অলরাউন্ডার রুমানা আহমেদ। উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে নয় উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। আজ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। থাইল্যান্ডের বিপক্ষে সহজে জয় পেলেও বিসমাহ মারুফের দল সহজে ছেড়ে দেবে না সেটা জানে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়। পাকিস্তানকে হারানোর বিশ্বাস রয়েছে বাংলাদেশের।

উইকেট স্পিন সহায়ক হওয়ায় জয়ের সম্ভাবনা আরও বেশি। রোববার রুমানা বলেন, ‘আমরা জানি, পাকিস্তান স্পিন ভালো খেলে। কিন্তু স্পিন দিয়েই তো তাদের বরাবর আক্রমণ করেছি। আমাদের স্পিনাররা আগের চেয়ে ভালো করছে। আমরা দেখেছি আমাদের খেলা ম্যাচগুলোতে স্পিনাররা সর্বোচ্চ চেষ্টা করে আসছে। পাকিস্তানকে হারাতেও আমাদের স্পিন যথেষ্ট।’ প্রথম ম্যাচে সব উইকেটই নিয়েছেন স্পিনাররা। লেগ-স্পিনার রুমানা মাত্র নয় রানে তিন উইকেট নেন। এরপর ব্যাটিংয়েও আক্রমণাত্মক খেলেছে স্বাগতিকরা। তবে পাকিস্তানও কাল নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে উড়িয়ে দিয়েছে। টানা তিন হারের পর এই জয় পায়।

নিজের পরিকল্পনা নিয়ে রুমানা বলেন, ‘আমি চেষ্টা করি সব সময় অলরাউন্ড পারফরম্যান্স করতে। সেই ধারাবাহিকতাই রাখার চেষ্টা করব। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। ব্যাটে-বলে অবদান রাখার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমি কখনো শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে হিরো হচ্ছি না। দুটোতেই আমি অবদান রাখছি। ব্যাটে-বলে সামঞ্জস্য রাখার চেষ্টা করছি। হয়তো সব সময় রাখতে পারি না, তবে চেষ্টা থাকে।’ মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানের জয়ের পাল্লাই অনেক ভারি। দুদলের শেষ পাঁচ ম্যাচেই জিতেছে পাকিস্তান। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে হ্যামিল্টনে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাসই বাংলাদেশকে এগিয়ে রাখছে। ভারতের সঙ্গে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ভাবা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশকে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ