পাকিস্তান সব দলের কাছে আতঙ্ক হয়ে ওঠবে

এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। সেমিতে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড আর পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

পাকিস্তান দলের সাথে গত বছর মেন্টর হিসেবে যুক্ত ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ম্যাথু হেইডেন। এবারও তিনি আছেন।তবে এতদিন তার কোনো বক্তব্য শোনা যায়নি। অনেকটা অপ্রত্যাশিতভাবে সেমিফাইনালে ওঠার পর মুখ খুললেন তিনি।

আইসিসির প্রকাশিত একটি ভিডিওতে হেইডেন বলেন, ওরা ভেবেছিল রেহাই পেয়ে গেছে। কিন্তু এখন আর ওরা আমাদের থেকে রেহাই পাবে না। টিম পাকিস্তান যেভাবে বাড়তি উদ্যম দেখাচ্ছে, নিজেদের প্রকৃত ক্ষমতা দেখাচ্ছে, তাতে তারা সব দলের কাছে আতঙ্ক হয়ে ওঠবে। এই মুহূর্তে এমন কোনো দল নেই, যারা পাকিস্তানের মুখোমুখি হতে চায়।

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ওরা ভেবেছিল যে আমাদের হাত থেকে রেহাই পেয়ে গেছে। এখন ওরা আমাদের থেকে রেহাই পাবে না।

গতকাল রোববার সকালেও কারও চিন্তায় ছিল না, পাকিস্তান এত সহজে সেমিফাইনালে যেতে পারে। গ্রুপ পর্বের শেষ অঘটন হিসেবে নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলে জমে উঠে পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়। আর বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যায় বাবর আজমের বাহিনী।

বুধবার টি–টুয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা দুইটায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ