বাংলা নববর্ষের প্রথম দিনে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মাদ আলী নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নওয়াপাড়া শহরের নর্থ বেঙ্গল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া এলাকার রাজমিস্ত্রি নাজমুল ইসলামের ছেলে মোহাম্মাদ আলী ঘরে একা একা বসে খেলা করছিল। এ সময় তার বাবা মা বাড়িতে ছিলেন না। বাড়িতে ফিরে ঘরের দরজা খুলে দেখতে পায় তার শিশু ছেলেটি বাথরুমের পাশে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুটির দাদি জানান, বাথরুমে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তার নাতি মারা গেছে।
হাসপাতালের চিকিৎসক মাহফুজুর রহমান সবুজ জানান, শিশুটি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
থানার ওসি একেএম শামীম হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মাদ আলী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।