পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পর্তুগালের বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু ক্রিকেট লিগ-২০২২ আয়োজন করা হয়। ২৪ মে মঙ্গলবার ফাইনাল ম্যাচে ইয়ং টাইগার্সকে ১২০ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করে লিসবন সিক্সার্স।
গত ২০ মে দূতাবাস প্রাঙ্গণে টুনামেন্টে অংশগ্রহণকারী সব দলের দলনেতা, রাষ্ট্রদূত তারিক আহসান, দূতাবাসের কর্মকর্তাসহ কমিউটির নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে ২০টি দল।
নকআউট পর্বে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব এবং কেলুস ভেলাস এর মধ্যকার টিমের খেলার মধ্য দিয়ে টুনামেন্টি যাত্রা শুরু করে। দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজির তত্ত্বাবধানে এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নুর উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাকির হোসেনের সমন্বয়ে উদ্বোধনী খেলাটি পরিচালিত হয়।
রাষ্ট্রদূত তারিক আহসান বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন। বক্তব্যের শুরুতে তিনি বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি অংশগ্রহণকারী সকল দলকে ধন্যবাদ জানান এবং কমিউনিটির সবার অংশগ্রহণে একটি সুন্দর টুর্নামেন্ট সফল হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী এবং রানারআপসহ সব সদস্যদের স্মারক মেডেল উপহার তুলে দেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিক উল্লাহ, বর্তমান সভাপতি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নেতাসহ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা।