পদ্মা সেতুর নাট-বল্টু খোলা সেই যুবক গ্রেফতার

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুতে যান চলাচল শুরু হয়েছে রোববার। প্রথম দিন সেতুর নিরাপত্তায় নিয়োজিত কর্মীদের শিথিলতার সুযোগ নিয়ে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে নিয়ে টিকটক ভিডিও আপলোড করেন এক যুবক। সেই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রোববার তাকে গ্রেফতার করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স ও রিস্ক ম্যানেজম্যান্ট টিম তাকে গ্রেফতার করেছে।

রোববার (২৬ জুন) সকাল থেকে এ সেতুতে যান চলাচল শুরু হয়। এর আগে শনিবার সকালে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর হেঁটে অনেকেই পার হন এই সেতু। রোববার শুরু হয় এই সেতু দিয়ে যান চলাচল। এদিন সেতু পার হতেও মানুষের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। তাই পদ্মা সেতুতে দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ হলেও প্রথম দিনে সেতুর নিরপত্তায় নিয়োজিত কর্মীরা অনেকটা নমনীয় ছিলেন। আর এই সুযোগে সেতুতে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছেন। অনেকে টিকটক ভিডিও করেছেন। এর মধ্যে এক যুবক ঘটিয়ে ফেলেন একটি অপ্রীতিকর ঘটনা। খুলে নেন পদ্মা সেতুর নাট-বল্টু।

মামুন খান নামে একটি ফেসবুক আইডি থেকে ৩১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করা হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ