ডেস্ক রিপোর্ট: নেতা আসবেন। তাই রোমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ। সেই নেতা জি এম কিবরিয়া-যিনি ইটালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হিসেবে একটি বর্ণাঢ্য সম্মেলন সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। শুধু তাই নয়, ইটালি আওয়ামীলীগের গোড়াপত্তনও ঘটে তার হাত ধরে।
এবার তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর সাথে একাধিকবার ইতালির আওয়ামীলীগ নেতাদের সাক্ষাতের ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে বলে নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনও স্বীকার করেছেন। তারা আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান ইতালির এই কিংবদন্তি নেতার প্রতি। তিনি আসবেন বলে-শুধু দলীয় নেতাকর্মী নয়, তার এই সাফল্যের স্বীকৃতি দিতে রোমের আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হবেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিক। ফুলের অভ্যর্থনায় বরণ করে নেয়া হবে জি এম কিবরিয়াকে।
তার এই আগমনের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ আগ্রহ রয়েছে দলীয় নেতা কর্মীদের মধ্যে। তিনি আসার পর ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির গঠনের কাজ শুরু হবে। কাজেই পদ পদবী প্রত্যাশীরাও রয়েছে তার অপেক্ষায়। প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতাদের সাথে বৈঠক করে দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে পারে।
আগামী ২৭ নভেম্বর সন্ধ্যায় জনাব কিবরিয়া রোমে এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে। সেখান থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী মোটর শোভাযাত্রা করে তাকে নিয়ে আসা হবে রোমে বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। সেখানে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হতে পারে বলেও জানা গেছে। ওই সংবর্ধনায় জি এম কিবরিয়া ইতালি আওয়ামীলীগ সুসংগঠিত এবং আগামী নির্বাচনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে বিজয়ী করতে প্রবাসীদের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে, ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা মনোনীত ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন এবং সভাটি পরিচালনা করবেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
রোমের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে এই নাগরিক সংবর্ধনায়। এখন কেবল অপেক্ষা নেতার আগমনের।
