নেইমার শুধুই বিশ্বকাপে আগ্রহী, আর কিচ্ছুকে সে পাত্তা দেয় না: মরিনহো

সৌদি প্রো লিগ ছেড়ে ব্রাজিলের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। গ্রীষ্মকালীন দলবদলের বাজারে তার পুনরায় ইউরোপে ফেরার গুঞ্জন ছিল। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এমন দলে। তুরস্কের ফেনারবাচে তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। ফ্রান্সের মার্সেই তাকে দলে ভেড়াতে চেয়েছিল।

কিন্তু এসব কোন চুক্তির গুঞ্জনই এখন পর্যন্ত সত্য হয়নি। পরিস্থিতি যা মনে হচ্ছে, নেইমার সান্তোসেই আগামী এক মৌসুম কাটাতে যাচ্ছেন।

নেইমারকে ফেনেরবাচে ভেড়ানোর প্রশ্নে ক্লাবটির কোচ হোসে মরিনহো এক সাক্ষাৎকারে বলেছেন, নেইমার এখন আর ইউরোপের ফুটবল, চ্যাম্পিয়ন্স লিগ, টাকা-পয়সা কোন কিছুকেই পাত্তা দেয় না। তার একমাত্র আগ্রহ এখন শুধু যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ।

মরিনহো বলেন, ‘আমার মনে হয় না এমন কোন (প্রস্তাব) কিছু ছিল, আসলে সে এসব এখন আর (ইউরোপে খেলা) পাত্তা দেয় বলে মনে হয় না। সে তার ভবিষ্যত ঠিক করে ফেলেছে, সে যেখানে সুখী সেখানেই আছে। সে এরই মধ্যে ইউরোপের ফুটবলের সেরা শিরোপা (চ্যাম্পিয়ন্স লিগ) অর্জন করেছে। সে সৌদি গিয়ে আর্থিক সফলতা অর্জন করে ফেলেছ।

এখন সে ব্রাজিলে আছে। তার আবেগের পেছনে ছুটছে। সে অনেক বেশি আগ্রহী মৌসুমের শেষে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে, যেটা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্রাজিল জাতীয় দল নিয়ে তার অনেক হতাশা, আমার মনে হয় (বিশ্বকাপ) এখানেই তার আগ্রহ সবচেয়ে বেশি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ