বেতন কাঠামোতে ক্রিকেট ও পুরুষ ফুটবল তারকাদের ধারেকাছেও নেই নারী ফুটবলাররা। তারা অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়ে আসছেন। তবে সাফ জয়ের পর নারী ফুটবলারদের বেতন বাড়ানো দাবি তুলে ধরার একটি সুযোগ এসেছে। দেশের ক্রীড়াঙ্গনে অন্যতম সেরা সাফল্য উপহার দেয়ার পর এই সম্মানী বৃদ্ধির দাবিটা তুলতে একদমই ভোলেননি জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা।
বেতন বাড়ানো জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আবেদ জানিয়েছেন তিনি।
জানা যায়, বর্তমানে নারী ফুটবলারদের মাসিক বেতন তিন ক্যাটাগরিতে ১২, ১০ ও ৮ হাজার টাকা করে। বাংলাদেশ অধিনায়কের দাবি, ‘আমরা একটা অঙ্ক বাড়ানোর কথা বলেছি, বাফুফে সেটি দেখবে।’
বাফুফে প্রেসিডেন্টের কাছে সে দাবি তুলেছেন জানিয়ে সাবিনা বলেন, মেয়েদের তো আসলে চাওয়ার শেষ নেই। প্র্যাকটিসের কিছু জিনিস, মেয়েদের বেতন আর আনুষঙ্গিক যে চাহিদাগুলো ছিল সেটি স্যার (সালাউদ্দিন) পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছেন। মেয়েদের সম্মানজনক একটা বেতন দেয়া হবে। অবশ্যই যেহেতু মেয়েরা ভালো করছে, সেহেতু আমার মনে হয় আমাদের ভালো কিছু প্রাপ্য।