ঢাকা অফিস: বরিশালের নাজিরপুর ইউনিয়ন দিগ্বিজয় সমিতি, ঢাকার উদ্যোগ এক বর্ণাঢ্য বার্ষিক সাধারণ সভা এবং বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকার অদুরে কেরানীগঞ্জের তাড়ানগর শ্যামল বাংলা রিসোর্টে এই বনভোজন অনুষ্ঠিত হয়।। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘নারীর টানে নাজিরপুরের সন্তান ‘এন আর বি ইসলামিক ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান জি
এম কিবরিয়া। পুরো অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স কোম্পানি। সাধারণ সভার ছাড়াও পিকনিকে নাজিরপুরবাসীর আগামী প্রজন্মের শিশুদের নানা খেলাধুলা পুরস্কার বিতরণের মাধ্যমে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
এ অনুষ্ঠানে অনন্যদের মধ্যেৎউপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মো:কুতুবউদ্দিন আহমেদ ,নাজিরপুর ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা মো:নাসির সিকদার
,জনতা ব্যাংকের কর্মকর্তা আহসান উল্লাহ মন্টু , বিআরটিএ’র ডেপুটি ডাইরেক্টর এনায়েত হোসেন মন্টু , ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হক সবুজ, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক
চেয়ারম্যান আলহাজ্ব মো:ফরিদ উদ্দিন তালুকদার , তেজগাঁও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:জামাল হোসেন সিকদার সহ সমিতির সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সুধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শহিদ উল্লাহ পাইক। সঞ্চালনায় ছিলেন সমিতির সদস্য, নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হাসনাত জাপান। এই বার্ষিক বনভোজনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা শিল্পী সিংগার লাবনী , সরকারি ইস্পাহানি কলেজের প্রভাষক শিল্পী ফাতেমা মুক্তা,বাউল শিল্পীসহ সমিতির সদস্যদের সন্তানেরা।পরিশেষে – খেলাধুলার ও লাটারীর পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
