না পুড়লে বুঝতাম না পোড়ার কত কষ্ট: রনি

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে একমাস চিকিৎসার পর সুস্থ হয়ে উঠেছেন মীরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। তাকে শনিবার ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সুস্থ হয়ে এ অভিনেতা বললেন, ‘আমি না পুড়লে বুঝতাম না, পোড়ার কত কষ্ট।’

শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে কথা বলেন রনি।

গাজীপুর পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দগ্ধ হন রনি।  তবে সুস্থ হয়ে পুলিশের প্রশংসাই ঝরল এ অভিনেতার মুখে।

রনি বলেন, ‘পুলিশ বাহিনীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা তাৎক্ষণিকভাবে আমার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।’

সংবাদ সম্মেলনে আবু হেনা রনি আরও বলেন, ‘সচেতনতার কোনো বিকল্প নেই। দেশে চিকিৎসা ব্যবস্থার ওপর সবার আস্থা রাখা উচিত। আমাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রথম দিন থেকে চিকিৎসক ও নার্সদের কাছ থেকে সর্বোচ্চ চেষ্টা পেয়েছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির যুগ্ম-কমিশনার একেএম হাফিজ আক্তার, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা।’

গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনিসহ ৫ জন দগ্ধ হন।

দগ্ধ অন্যরা হলেন- মোশাররফ হোসেন, জিল্লুর রহমান, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ