ডেস্ক রিপোর্ট: বৃহত্তর ঢাকা সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি ইতালি প্রবাসী নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
রোমে মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতারয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ
আহ্বান জানান। জাতীয় বিজয় দিবস উদযাপন পরিষদ
আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। শারমিন জাহান সুবর্ণা ও প্রিন্স খানমের
উপস্থাপনায় বৃহত্তর ঢাকার বিভিন্ন জেলার প্রতিনিধিরা এই চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ মহিলা সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
