ধুমকেতুর আয়োজনে রাজধানী রোমে যুদ্ধ মুক্ত বসন্তের দাবিতে মৌন মিছিল

নাফিসা আক্তার:অবৈধ অভিবাসীদের বৈধকরণ, জন্মসূত্রে প্রবাসীদের নাগরিকত্ব প্রদান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
প্রতিবাদে প্রবাসী বাংলাদেশীসহ ইতালীয়রা রাজধানী রোমে মৌন মিছিল করেছে।সামাজিক সংগঠন ধূমকেতু এই মিছিলের আয়োজন করে। বাংলাদেশী অধ্যুষিত তরপিনাত্তারার লালন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লার্গো প্রেনেস্তের থেকে মিছিলটি
শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু। তিনি বলেন, আমরা কি যুদ্ধমুক্ত সন্ত্রাসমুক্ত বসন্ত
চাই। যে বসন্তে প্রবাসীর শিশুর জন্ম হবে ইতালিয়ান নাগরিক হয়ে। থাকবে না বর্ণবাদ এবং বৈষম্য।
প্রবাসীদের জন্য একটি সুন্দর বসন্ত কামনা করেন বাংলাদেশীরা।এই মৌন মিছিলে কমিউনিটির নেতা হাসান ইকবাল, হাবিব চৌধুরী, হেলাল রায়হান ,নারী নেত্রী লায়লা শাহ, মনোয়ারা মুন্নী সৈয়দা আরিফা, সায়রা হোসেন রানীসহ আরো অনেকেই অংশগ্রহণ করেন।এই মিছিলে বিপুল সংখ্যক ইটালিয় নাগরিকরাও ছিলেন। বাংলাদেশী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও নারী সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন এখানে। মিছিল চলাকালে স্থানীয় পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ