দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে রহিমা খাতুন (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

জানা গেছে, রহিমা খাতুনের প্রথম স্বামীর ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন। কিছুদিন আগে ছোট ছেলে সুমন মিয়ার বউ বাপের বাড়িতে চলে যায়। তাই তাকে তিনি রান্না করে খাওয়াতেন। শনিবার সকালে রান্না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মা রহিমা খাতুন মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান। রহিমা খাতুনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, রহিমা খাতুনের লাশের সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ