বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘিওর উপজেলার আরিচা মহাসড়কের জোকার এলাকায় সেলফি পরিবহন এবং সেবা গ্রিনলাইন পরিবহণের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ওয়াজেদ আলী জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি তার বাড়ির সামনেই ঘটেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উভয় গাড়ি থেকে অন্তত ২৫-৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. জাকির হোসেন জানায়, সংঘর্ষে উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় নিহত না হলেও আহত হয়েছেন কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।