দিল্লিতে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৭

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন নিহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  আগুনে অন্তত ৬০টি ঘর পুড়ে গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে দিল্লির গোকালপুরীতে একটি বস্তি এলাকায় আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় একের পর এক বাড়িতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। শনিবার ভোররাত পর্যান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যায়।

এনডিটির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে বাসিন্দাদের উদ্ধার করে আনা হয়েছে। তবে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে বলে জানা যায়। ভস্মীভূত হয়ে যাওয়া ঝুপড়িগুলির মধ্যে আর কোনো দেহ পড়ে রয়েছে কিনা, তা খুঁজে দেখা হচ্ছে। এই ঘটনায় ৩০ থেকে ৬০টি বস্তির ঘর পুড়ে গেছে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অগ্নিকাণ্ডের খবরে শোক প্রকাশ করেছেন।

তিনি টুইটে লিখেছেন, আজ ভোরেই অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করব।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ